ভারতীয় সংবিধান থেকে আরও তথ্য

  1. ভারতের প্রথম মহিলা বিচারপতি নিয়োগ হয় – হিমাচল হাইকোর্টে।
  2. অর্থ বিল উত্থাপিত হয় – লোকসভায়।
  3. অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক 14 দিন।
  4. কোন ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগত ভাবে সুপ্রিমকোর্টের কাছে বিচার চাইতে পারে – সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী।
  5. পঞ্চায়েতের গঠণ সংক্রান্ত ধারা 243/C।
  6. 248 ধারা বলে অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে – পার্লামেন্ট কে ।
  7. মুদালীয়র কমিশন গঠিত হয় – 1952 সালে।
  8. সমান কাজের জন্য সমান মজুরির কথা বলা হয়েছে – 39/D নম্বর ধারায়।
  9. ভারতের প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় – পাঞ্জাবে 1951 সালে।
  10. 86 তম সংবিধান সংশোধনীতে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছে।
  11. রাষ্ট্রপতি সংসদের দুই কক্ষে সর্বমোট – 14 জন সদস্য নিয়োগ করতে পারে।
  12. সুপ্রিমকোর্টের সর্বাধিক সংখ্যক বিচারপতি – 31 জন।
  13. আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে – তিন বার ।
  14. 19-22 নম্বর ধারায় স্বধীনতার অধিকার বর্ণিত আছে।
  15. পুলিশ ও স্বশস্ত্র বাহিনীতে নিযুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে পারে পার্লামেন্ট – 33 নম্বর ধারায়।
  16. রাজ্য পালের ক্ষমা প্রদর্শনের ক্ষমতার কথা বলা হয়েছে 161 নম্বরধারায়।
  17. পার্লামেন্টের অতিরিক্ত আদালত গঠনের ক্ষমতা আছে 247 নম্বর ধারায়।
  18. পঞ্চায়েত সমিতির কার্য নির্বাহী আধিকারিক – BDO।
  19. ভারতের স্বধীনতা আইন পাস হয় – 1947 এর 4 ঠা জুলাই।
  20. কেন্দ্রের প্রথম অকংগ্রেসী সরকার – জনতা সরকার।
  21. জাতীয় পতাকার নকশা গণপরিষদে গৃহীত হয় – 1947 সালের 22 সে জুলাই।
  22. রাজ্য বিধানসভার মঞ্জুরি ছাড়া রাজ্যপাল কোন অর্ডিন্যান্স জারি করলে তার মেয়াদ হয় – 6 সপ্তাহ।
  23. সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় – 44 তম সংবিধান সংশোধনীতে।
  24. সংবিধানের 163/1 নম্বর ধারায় রাজ্যপালের স্বেচ্ছাধিন ক্ষমতারকথা বলা হয়েছে।
  25. স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট উত্থাপন করেন – আর.কে চেত্তি।
  26. নির্বাচন কমিশন সম্পর্কে বলা হয়েছে 324 নম্বর ধারায়।
  27. 24 তম সংবিধান সংশোধনী বিলে বলা হয়েছে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিতে বাধ্য থাকবে।
  28. ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিল – কে.এম. মুন্সী।
  29. নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে – 5-11 নম্বর ধারায়।
  30. ভারত স্বাধীন হওয়ার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন – ক্লিমেন্ট এটলি।
  31. যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপনের অধিকার – রাষ্ট্রপতির।
  32. 18 নম্বর ধারার অধীনে – ভারত রত্ন ও পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়।
  33. পণপ্রথা সংক্রান্ত মৃত্যুর ধারাটি হল -304/A।
  34. পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা প্রথম ভাবেন – জওহর লাল নেহেরু।
  35. আইন স্বীকৃতি কর্তৃপক্ষ ছাড়া কোন ব্যাক্তিকে তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা – 300/A নম্বর ধারা বলে।
  36. সংবিধান চালু হওয়ার সময় স্বীকৃত ভাষা ছিল – 14 টি।
  37. বিচারব্যবস্থাকে প্রশাসনের থেকে আলাদা করা হয়েছে -50 তম নির্দেশাত্মক নীতিতে।
  38. রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী আইন প্রণয়ন করলে তা বাতিল হয় – 13/2 নম্বর ধারায়।
  39. রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষিত হয় 356 নম্বর ধারায়।
  40. ইমপিচম্যান্ট করা যায় – রাষ্ট্রপতি কে।
  41. প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়েছে 21/A নম্বর ধারায়।